কুলাউড়ায় অংকুর কিন্ডারগার্টেন শিশুদের জন্য আরডিআর এস বাংলাদেশ এর সিসিমপুর বুক কর্নার (স্কুল লাইব্রেরী) উদ্বোধন সম্পন্ন।
১৬ই আগষ্ট মঙ্গলবার সকালে কুলাউড়ায় অংকুর কিন্ডার গার্টেন চাইল্ড কেয়ার হোমর্স এ আরডিআর এস বাংলাদেশ এর বাসন্তবায়নে সিসেমী ওয়ার্কশপ কারিগরী সহযোগিতায় ও ইউ এস এ আইডি অর্থ্যায়নে সিসিমপুর বুক কর্নার( স্কুল লাইব্রেরীর )শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে বই তুলেদিয়ে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খন্দকার।
এসময় অংকুর কিন্ডারগার্টেন এর পরিচালক আবু সাদেক এর পরিচানায় ও স্কুল অধ্যক্ষ আব্দুস শহীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খন্দকার, সহঃ অধ্যক্ষ রঞ্জন চৌধুরী, উপজেলা এডুকেশন কোঅর্ডিনেটর প্রোমোটিং এডুকেশন কর আর্লিনার্নাস এজেন্ট মোঃ রবিউল ইসলাম,সাংবাদিক নাজমুল বারী সোহেল,
অবিভাবক সদস্য সুহেল আহমেদ, আব্দুল কাইয়ুম মিন্টু,ব্যবসায়ী জহীরুল ইসলাম কর্ন প্রমুখঃ
এ সময় উপস্থিত ছিলেন- স্কুলের সহকারী শিক্ষিকা
নূপুর সিনহা, রঞ্জন দেব, মো: লাল মিয়া, তানিয়া পারভিন, সামীমা আক্তার, ফারজানা আক্তার লিপি, ফেরদৌসী রহমান চৌধুরী তাফিন, সীমা বেগম, পার্থ কান্তি দাস, মনিরা সুলতানা রিমা,
অভিভাবক মইনুল ইসলাম সোহাগ, মহরম আলী, ইতি রহমান, রিপা বেগম, সোরাব হোসেনসহ অবিভাবক ও সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় আরডিআর এস বাংলাদেশ এর কর্মকর্তা রবিউল ইসলাম বলেন আমারা ২০২৪ সাল পযর্ন্ত আমাদের এই লাইব্রেরীর কাজ চালিয়ে যাবো, প্রথম পর্যায়ে এই স্কুলকে আমরা ১২০ টি বই দিয়েছি ২য় ও ৩য় ধাপে আরো বই দেওয়া হবে এবং মৌলভীবাজার জেলায় মোট ১৫০টি স্কুল সিসিমপুর বুক কর্ণার নামে এই স্কুল লাইব্রেরীর কার্যক্রম করবেন।