কুলাউড়ায় ইউপি সদস্য খছরু’র সংবাদ সম্মেলন কুলাউড়ায় ইউপি সদস্য খছরু’র সংবাদ সম্মেলন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৯|
সর্বশেষ :

কুলাউড়ায় ইউপি সদস্য খছরু’র সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ওয়ার্ডের মেম্বার খছরুজ্জামান খছরু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ভূকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। গেল সাম্প্রতিক বন্যাসহ এলাকার উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছি। সম্প্রতি আমাকে জড়িয়ে গত ১৯ আগস্ট ২০২২ দৈনিক যুগান্তরসহ কয়েকটি অনলাইন পোর্টালে ‘কুলাউড়ার দুই প্রকল্পের অর্থ আত্মসাৎ’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদে দাবি করা হয় কাবিখা প্রকল্পের টাকা আমি আত্মসাৎ করেছি অথচ এই প্রকল্প আমার এলাকায় নেই। সম্পূর্ণ ভুয়া তথ্য সম্বলিত এ সংবাদ প্রচার করা হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তব্যে তিনি বলেন, এমন সংবাদ প্রকাশের মূল কারণ হচ্ছে স্থানীয় বাসিন্দা মো. আমিন মিয়ার সাথে একটি দ্বন্দ্ব রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় অবৈধভাবে ক্রেন দিয়ে মাটি কেটে তা বিক্রি করে যাচ্ছেন। আমি গেল ইউপি নির্বাচনে মেম্বার নির্বাচিত হওয়ার পর তার সেই অবৈধ কাজে বাধা দেই এবং আমার কাছ থেকে তিনি বিভিন্ন সময় ৫ লক্ষ টাকা নেন মাটি কেটে দেবেন বলে। সর্বশেষ তিনি আরও ১ লক্ষ টাকা নিলে আমি পরবর্তীতে সেই টাকা ফেরত চাইলে তিনি আমাকে বিভিন্ন ধরনের হুমকিধামকি দেন। আর্থিক লেনদেনের বিষয়টি এলাকার মানুষসহ আমিন মিয়ার আপন বোন জামাই জানেন ও তারা সাক্ষী। একপর্যায়ে আমি সামাজিক সালিশের দারস্ত হলে তিনি ওই সালিশে না এসে উল্টো আমার বিপক্ষে অবস্থান নেন।

তিনি আরও বলেন, আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে আমিন মিয়া প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে আমিন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ভূকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক ডা. মুহিবুল হোসেন বাবুল, ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. শাহেদ আহমদ প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর