ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি যুক্তরাজ্যের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু।
শনিবার (১১ জুন) এক বার্তায় তিনি এ শোক জানান।
শোকবার্তায় তিনি বলেন, যুক্তরাজ্যে থেকে দেশের মানুষের জন্য কাজ করে গেছেন মুজিবুর রহমান মুজিব। তাঁর মৃত্যু যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার নীতি ও আদর্শ সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।