ফেঞ্চুগঞ্জে সেতু থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা চেষ্টা ফেঞ্চুগঞ্জে সেতু থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা চেষ্টা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৯|
সর্বশেষ :

ফেঞ্চুগঞ্জে সেতু থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ফেঞ্চুগঞ্জে আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া এক তরুণীকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে আনুমানিক ২৩ বছরের মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করেছেন তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, মেয়েটি ফেঞ্চুগঞ্জ সেতুর উপর থেকে আত্মহত্যা চেষ্টা করার জন্য নদীতে লাফিয়ে পড়েন। এ সময় স্থানীয় বেধে সম্প্রদায় দেখা মাত্র মেয়েটিকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, প্রাথমিক চিকিৎসায় মেয়েটি সুস্থ হয়ে যায়। খবর পেয়ে মেয়েটি পরিবারের লোকজন হাসপাতালে আসেন। মেয়েটি সুস্থ থাকায় তারা তাকে বাড়িতে নিয়ে যান।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, মেয়েটি কি কারণে আত্মহত্যা করতে চেয়েছে তা জানা যায়নি। সে মানসিকভাবে বিপর্যস্ত। সেজন্য তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর