ফেঞ্চুগঞ্জ মধ্যবাজারের জামান প্লাজায় ছেলেদের কাপড়ের সমাহার নিয়ে “রকল্যান্ড ম্যান’স ওয়্যার” যাত্রা শুরু করেছে।
শনিবার (১ মার্চ) বিকালে দোকানের শুভ উদ্বোধন করা হয়৷ জামান প্লাজার চেয়ারম্যান মানিকুজ্জামান মিরন ফিতা কেটে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ফেঞ্চুগঞ্জ শাখার মোস্তাফিজুর রহমান কিনেল, সাংবাদিক রুমেল আহসান, রকল্যান্ড ম্যান’স ওয়্যারের সত্ত্বাধিকারী ইফতিয়াক আহমদ, ইশতিয়াক আহমদ রাহি সহ ব্যবসায়ীবৃন্দ।