ফেঞ্চুগঞ্জে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন ফেঞ্চুগঞ্জে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৩৫|
সর্বশেষ :

ফেঞ্চুগঞ্জে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল সোয়া ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

মাইজগাঁও রেল স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকায় আসতেই ইঞ্জিনের পেছন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টায় ওই ট্রেনের সঙ্গে পেছনের ১১টি বগি জোড়া লাগিয়ে দেওয়ার পর ভাটেরা রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্ধেশ্যে রওনা দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর