ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় ফেঞ্চুগঞ্জ বাজারের কুশিয়ারা চাইনিজ এন্ড রেস্তোরাঁয় পর্তুগাল প্রবাসী শামসুদ্দিন শামসের আয়োজনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সদস্য আর কে দাস চয়ন, জাহিদুর রহমান রিপন, সামি হায়দার ও টাইম অব সিলেটের এডমিন রাব্বি হাসান শিশির।
নৈশভোজ পরবর্তী আলোচনায় সাংবাদিকরা এলাকার সমস্যা-সম্ভাবনা ছাড়াও বিশেষ করে দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। প্রবাসে মাটিতে থেকেও দেশের প্রতি যে টান ও আন্তরিকতা দেখান এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।