ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের ছেলে।
শনিবার বিকালে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের উত্তর কুশিয়ারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সম্মুখে কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাইফ গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টায় সাইফ মারা যান। সাইফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র পুত্র সন্তান হারিয়ে থামছে না মা-বাবার আহাজারি।