ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম।
শুক্রবার বাদ আসর ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাহমুদ উস সামাদ চৌধুরী রিভার ভিউতে গিয়ে শেষ হয়।
এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খিজির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজউদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মাসুক আহমদ ও সহ সভাপতি মাওলানা ইয়াহিয়া।
এ সময় বক্তারা বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামকে একটি খৃষ্টান রাষ্ট্র গড়ার পায়তারা চালাচ্ছে। যা বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নিবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই চুক্তি থেকে সড়ে আসার আহবান জানান তারা।