মুশতাক গাজীনগরী হত্যার বিচারের দাবিতে ফেঞ্চুগঞ্জে জমিয়তের মানববন্ধন মুশতাক গাজীনগরী হত্যার বিচারের দাবিতে ফেঞ্চুগঞ্জে জমিয়তের মানববন্ধন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০২|
সর্বশেষ :

মুশতাক গাজীনগরী হত্যার বিচারের দাবিতে ফেঞ্চুগঞ্জে জমিয়তের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক, ফেদায়ে জমিয়ত মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৭ সেপ্টেম্বর) বাদ আসর ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খিজির আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা মাসুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি মাওলানা মোতাহির আলী, সহ সভাপতি মাওলানা ইয়াহিয়া আহমদ, সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, বালাগঞ্জ ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা জাফর আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জাফর আহমদ প্রমুখ।

 

বক্তারা বলেন, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে গুম করে হত্যার ঘটনা দেশের জন্য লজ্জাজনক। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর