ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় সমিতির কার্যালয়ে নির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নূরুজ্জামান।
এর আগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল বারী। কমিটির সদস্য ও প্রশাসনিক সমন্বয়ক সাংবাদিক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান, নির্বাচনের সহকারী কমিশনার ও কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, বণিক সমিতির সাবেক সভাপতি নূরুল ইসলাম বাছিত।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাফিজ তরিকুল ইসলাম তোফা এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সৈয়দ বদরুজ্জামান খিজির। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সালাম পুতুল, মাসুকুর রব চৌধুরী, জিল্লুর রহমান, জিতুল মিয়া, মানিকুজ্জামান মিরন, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মামুনুর রশীদ, নির্বাচিত পরিষদের সভাপতি রাজু আহমদ রাজা, সহ-সভাপতি শেখ মিটু আহমেদ, সহ-সভাপতি সাজু আহমদ খাঁন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার খান বাবু, জয়ফুর রহমান পারভেজ, মেহদী হাসান রফি, কমল হাসান বাবর, সৈয়দ আকতার আহমদ, বিদ্যুৎ সাহা প্রমুখ।