ফেঞ্চুগঞ্জে নোহা-বাইক সংঘর্ষে নিহত-২ ফেঞ্চুগঞ্জে নোহা-বাইক সংঘর্ষে নিহত-২ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৯|
সর্বশেষ :

ফেঞ্চুগঞ্জে নোহা-বাইক সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ফেঞ্চুগঞ্জে নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট জেলার মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ(২০) ও মোহাম্মদ সায়েম আহমদ(১৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই যুবক জেলা শহর থেকে মোটরসাইকেলে করে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় সিলেটগামী একটি নোহার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর