ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও আজিজুন্নাহারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা।
ইউএনও কার্যালয়ে মঙ্গলবার বিকালে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক বদরুল আমীন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল, জাহিদুর রহমান রিপন ও ছামি হায়দার প্রমুখ।
ইউএনও আজিজুন্নাহার বলেন, উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা সমাজের দর্পণস্বরূপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।