বাংলাদেশের ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দ্বারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মত দমন, সংখ্যালঘু নির্যাতন, ইত্যাদি সকল বিষয়ে ❝হিউম্যান রাইটস ইন বাংলাদেশ❞ নামক ইভেন্ট জাতিসংঘের প্রধান কার্যালয়ে সফল ভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভা প্যালেস ডি ন্যাশনস জাতিসংঘের কার্যালয়ে এ সভা হয়।
উক্ত প্রতিনিধি দলের প্রধান স্পিকার হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, প্রতিনিধি দলের সদস্য হিসেবে সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সম্পর্কে বলা হয়, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে নির্বিচার গ্রেফতার, জোরপূর্বক গুম, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং ব্যাপক দমন-পীড়নসহ গুরুতর অপব্যবহার নথিভুক্ত করেছে মানবাধিকার সংস্থাগুলো।
আরও বলা হয়, স্বাধীনভাবে অভিযোগের তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।