তারুণ্যের সমাবেশ ঘিরে ঢাকায় প্রস্তুতি সভা তারুণ্যের সমাবেশ ঘিরে ঢাকায় প্রস্তুতি সভা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৯|
সর্বশেষ :

তারুণ্যের সমাবেশ ঘিরে ঢাকায় প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

আগামী ২৮ মে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপির তিন সংগঠন-জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ লক্ষ্যে বুধবার রাজধানীর নয়াপল্টনে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রায় দেড় থেকে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন নেতারা।

সভায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু ও সদস্য সচিব তানভীর আলম রবিন, যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সভাপতি সোহাগ ভূঁইয়া এবং দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।

রফিকুল আলম মজনু বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে রয়েছে। যারা নিজেদের তরুণদের প্রতিনিধিত্বকারী দাবি করে, তারা ওয়ার্ড বা থানায় পাঁচজন কর্মীও দেখাতে পারবে না, অথচ বড় বড় কথা বলছে।’

সভা শেষে ছাত্রদল নেতা সাম্য আহমেদের হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টনের ভিআইপি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর