বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ফেঞ্চুগঞ্জের তুষার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ফেঞ্চুগঞ্জের তুষার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১:০০|
সর্বশেষ :

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ফেঞ্চুগঞ্জের তুষার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

রুমেল আহসান:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফটে দল পেয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার তৌফিক খান তুষার। ড্রাফটে তুষারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর এক অভিজাত হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়।

ড্রাফটের প্রথম ধাপেই তৌফিক খান তুষারকে দলে টানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের প্লেয়ার্স ড্রাফটে ৪০০ বিদেশি ক্রিকেটারের সঙ্গে ২১৭ জন দেশি ক্রিকেটার থাকবেন।

ইতোমধ্যে দেশের সাত জনপ্রিয় ক্রিকেটার সরাসরি ৭ দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তারা হলেন, মাশরাফি বিন মর্তুজা (সিলেট স্ট্রাইকার্স), সাকিব আল হাসান (বরিশাল ফরচুন), তামিম ইকবাল (খুলনা টাইগার্স), তাসকিন আহমেদ (ঢাকা), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স)।

এবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধার্য্য করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর