ভরা বর্ষায়ও পর্যটকশূন্য সিলেট ভরা বর্ষায়ও পর্যটকশূন্য সিলেট – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৭|
সর্বশেষ :

ভরা বর্ষায়ও পর্যটকশূন্য সিলেট

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

গত মাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট। গত ১৮ বছরের মধ্যে সবটেয়ে বড় এ বন্যার পানি ইতোমধ্যে কমে এসেছে। তবে বন্যার ক্ষত এখনো রয়েগেছে। ক্ষতিও কাটিয়ে উঠা সম্ভব হয়নি। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি পর্যটনখাতও। বন্যার কারণে এখন সিলেটে আসছেন না পর্যটকরা।

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে সিলেটে সবচেয়ে বেশি পর্যটক সমাগম হয়। এখানকার পাহাড়, ঝর্না, হাওর, জলাবরন, নদী- বর্ষায় সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে। তাই এসময়ে সিলেট অঞ্চলে পর্যটক সমাগম হয় সবচেয়ে বেশি। তবে এবারের চিত্র ভিন্ন। এবার ভরা বর্ষায়ও পর্যটক শূন্য সিলেট।

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র বিছনাকান্দি। বর্ষা মৌসুমেই এখানকার নদী-ঝর্ণা-পাহাড় মোহনীয় রূপ নেয়। তবে এবার বর্ষায় পর্যটক নেই বিছনাকান্দিতে।

বিছনাকান্দি পর্যটনকেন্দ্রের ব্যব্সায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, এবার একেবারে পর্যটক আসছেন না। প্রায়ই দিনই ফাঁকা থাকছে পর্যটন কেন্দ্র।

তিনি বলেন, বন্যার পানি এখন অনেকটাই কমে এসেছে। তবে পর্যটকরা হয়তো মনে করছেন এখনও বন্যা রয়ে গেছে। এ কারণে তারা আসছেন না।

ভরা মৌসুমেও পর্যটকরা না আসায় বিছনাকান্দি এলাকার ব্যবসায়ীরা বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন বলে জানান আমির।

পর্যটক নেই সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়েও। অন্যান্য বছর এই সময়ে জাফলংয়ে পর্যটকদের ভিড় লেগে থাকলেও এখন জাফলং পুরো ফাঁকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর