দেশের ৫৩ বাজেটের ২৪টি-ই দিয়েছেন ‌দুই ‍‘সিলেটী’ দেশের ৫৩ বাজেটের ২৪টি-ই দিয়েছেন ‌দুই ‍‘সিলেটী’ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪২|
সর্বশেষ :

দেশের ৫৩ বাজেটের ২৪টি-ই দিয়েছেন ‌দুই ‍‘সিলেটী’

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

দেশের ৫৩তম বাজেট ঘোষণা হয়েছে। সেমাবার (২ জুন) বিকেল ৩টায় রেডিও-টেলিভিশনে একযোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আর দেশের ইতিহাসে ৫৪তম বাজেট। ইতোপূর্বে ৫৩ বার বাজেট পেশ করা হয়েছে।

৫৩ বাজেটের ২৪টি বাজেটই দিয়েছেন সাবেক দুই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এ এম এ মুহিত। দু’মন্ত্রীই সর্বোচ্চ ১২ বার করে ২৪ বার বাজেট পেশ করেছেন। তারা দু’জনই বৃহত্তর সিলেটের অধিবাসী ছিলেন।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ সালে প্রথম দুই বাজেট পেশ করেন এম সাইফুর রহমান। এরপর বিএনপির দুই আমলে ৫টি করে ১০টি মোট ১২ বাজেট পেশ করেন।

সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত প্রথম বাজেট পেশ করেন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থ বছরে। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে টানা ১০টি বাজেট পেশ করেন তিনি।

এর পরেই আছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। তিনি ৬ বার বাজেট পেশ করেন। এ সাইয়েদুজ্জামান ৪ বার বাজেট পেশ করেন। তিনবার করে বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর