জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে দিল পাথর শ্রমিকরা জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে দিল পাথর শ্রমিকরা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪৯|
সর্বশেষ :

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে দিল পাথর শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

সিলেটের জাফলং পাথর কোয়ারি এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বল্লাঘাট এলাকায় অন্তবর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর আটকে দিলেন স্থানীয় পাথর শ্রমিকরা।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে জাফলং বল্লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জাফলং পাথর কোয়ারি ও পিয়াইন নদী ঘুরে দেখার পর ফিরতি পথে বল্লাঘাটে তাদের গাড়ির গতিরোধ করে বিক্ষোভ জানাতে থাকেন পাথর শ্রমিকরা। এসময় তারা ‘ভূয়া’, ‘ভূয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

পাথর কোয়ারি এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দিবে না সরকার। জাফলং পর্যটনকেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।’

সৈয়দা রিজওয়ানা বলেন, ‘জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সঙ্গে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর