এমসি কলেজে ৩ বছরের জন্য ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ গঠিত এমসি কলেজে ৩ বছরের জন্য ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ গঠিত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪৩|
সর্বশেষ :

এমসি কলেজে ৩ বছরের জন্য ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ গঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে ৩ বছর মেয়াদে ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার গঠিত এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। কলেজ কর্মচারীদের অধিকার রক্ষা, কল্যাণ সাধন এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঠিত সংগঠনের ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে গত ৯ জুলাই এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

২৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে সঞ্জয় কুমার দে ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ফয়ছল আহমদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে মো. সাজু মিয়া, সহ-সভাপতি অরবিন্দু দাস, মো. মুসলেক আহমদ, মো. রাজু মিয়া।

কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রভাত মালাকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন রশিদ, সত্যন্দ্র দেবনাথ, মহিলা সম্পাদক শ্রী জয়শ্রী চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মো. ইসতিয়াক হোসেন, সহ-কোষাধ্যক্ষ পিকলু মালাকার, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. মিনোয়ার হোসেন রাহাত, মো. ইকবাল হোসেন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক রতন দত্ত, সহ সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মিসবাহুদ্দুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল দেবনাথ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মান্নান, পারভেজ হাসান, মো. নজরুল ইসলাম অপু।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে মো. আব্দুল করিম, নিখিল মালাকার, মো. হেলাল মিয়া, মো. সায়েদ আহমদ, মো. রাজন মিয়া এবং মো. বাদল আহমদ।

এই নবগঠিত ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ কলেজের উন্নয়ন ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর