ভাদেশ্বরে মাদ্রাসার সহ-সুপারকে নিয়ে মানহানিকর মন্তব্য, ছাত্র সংসদের প্রতিবাদ বিবৃতি  ভাদেশ্বরে মাদ্রাসার সহ-সুপারকে নিয়ে মানহানিকর মন্তব্য, ছাত্র সংসদের প্রতিবাদ বিবৃতি  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪৩|
সর্বশেষ :

ভাদেশ্বরে মাদ্রাসার সহ-সুপারকে নিয়ে মানহানিকর মন্তব্য, ছাত্র সংসদের প্রতিবাদ বিবৃতি 

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফেসবুক লাইভে এসে ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা গোলাম শাহ আলী সাহেব ও মাদ্রাসাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ‘দারা খাঁন’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মাদ্রাসাটির ছাত্র সংসদ।

 

গত ১৯ আগস্ট ২০২৫ ইং (মঙ্গলবার) উক্ত বক্তব্য দেওয়ার পর ২১ আগস্ট (বৃহস্পতিবার) ছাত্র সংসদ  এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দারা খাঁন’ অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা গোলাম শাহ আলী ও মাদ্রাসাকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। তারা উল্লেখ করেন, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে ওই ব্যক্তির বক্তব্যকে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, আগামী ২৩ আগস্ট ২০২৫ এর মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।  অন্যথায়  ছাত্রসমাজ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। প্রয়োজনে প্রাক্তন ছাত্র সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি বাস্তবায়ন করবে এবং প্রতিষ্ঠানের প্রশাসনের আইনগত পদক্ষেপকে সর্বাত্মক সমর্থন জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংসদ।

 

ছাত্র সংসদের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা মনে করি, এই বিদ্বেষপূর্ণ বক্তব্য কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত মানহানিই নয়, বরং পুরো মাদ্রাসার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।”

 

বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে অবস্থানরত শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর