ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১৪|
সর্বশেষ :

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে সিলেট-ঢাকা মহাসড়কের সূচনাস্থল দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি সিলেটবাসীর প্রাণরেখা। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে এই গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বছরের পর বছর সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে কোনো উন্নতি নেই।’

তিনি বলেন, ‘সিভিল সার্ভিস, সামরিক বাহিনী কিংবা জাতীয় রাজনীতির কোথাও সিলেটবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নেই। কেন্দ্রীয়ভাবে আমাদের নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করে রাখা হয়েছে। সরকারের উপদেষ্টামণ্ডলীতেও সিলেটের কেউ নেই। ফলে পুরো বিভাগ এক ধরনের শূন্যতার মধ্যে পড়ে আছে। যোগাযোগব্যবস্থায় এই বঞ্চনা আর সহ্য করা হবে না।’

এ সময় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সভাপতি বলেন, ‘যদি ৩ ঘণ্টায় চট্টগ্রাম যেতে পারেন, তবে আমরা কেন ৪ ঘণ্টায় সিলেটে আসতে পারব না? সিলেটবাসী কি এই দেশের নাগরিক নন? সিলেট-ঢাকা ৬ লেনের নাম করে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে আজকে তার ৭ ভাগ মতান্তরে ১৫ ভাগ কাজ হয়েছে। জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ হয়নি। এই কাজ কবে শেষ হবে? একইসঙ্গে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেটের সঙ্গে ঢাকার বিকল্প সড়ক ছিল, সেটিরও আজ একই হাল। পাশাপাশি জকিগঞ্জ, বিয়ানীবাজার যেখানে স্থলবন্দর আছে, আমদানি-রপ্তানি হয় সেই সড়কগুলোরও একই অবস্থা। এগুলো চলতে পারে না। শুধুমাত্র সড়ক যোগাযোগ নয়, সিলেটের রেল যোগাযোগের অবস্থাও একই।’

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর রাজপথে সংগ্রাম করেছি। আমাদের নেতা তারেক রহমান, নেত্রী খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র মুক্তির যে সংগ্রাম শুরু করেছিলেন সেই সংগ্রাম আমরা রাজপথে শাণিত করেছি।’

যোগাযোগব্যবস্থা থেকে সিলেটবাসী বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষ যতবার ধানের শীষে ম্যান্ডেট দিয়েছে, ততবার সিলেটের উন্নয়ন হয়েছে। কিন্তু গত সাড়ে ১৫ বছর ভোটারবিহীন সরকারের পলাতক কিছু মানুষ সেই তথাকথিত জনপ্রতিনিধি আমাদের সিলেট থেকে সম্পদ পাচার করেছে।’

এ সময় আবদুল কাইয়ুম চৌধুরী আগামী ২০ অক্টোবর জেলা প্রশাসকসহ সিলেটের প্রতিটি উপজেলায় সরকারের কাছে বিষয়টি নিয়ে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় গণঅবস্থানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নজমুল হোসেন পুতুল, অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ডা. এনামুল হক, অধ্যাপক জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বদরুল ইসলাম জয়দু, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আব্দুল কাদির সমছু, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, আলী আকবর, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, ফজলে রাব্বি আহসান, শাহিন আলম জয়, আপ্তাব উদ্দিন, ছাদিকুর রহমান টিপু, রেজাউর রহমান চৌধুরী রাজু, ফখরুল ইসলাম পাপলু, জামাল মেম্বার, আব্দুল মালিক মল্লিক, সাহেদ মেম্বার, রুহুল আমীন, আমিনুর রহমান চৌধুরী সিফতা, পাবেল রহমান রাশেদুল হাসান চৌধুরী, দিনার আহমদ শাহ, রায়হানুল হক, মো. শাহিন আহমদ ও মেহেদি হাসান রফি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর