ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি যুক্তরাজ্য। দীর্ঘ দিনের ইতিহাস ঐতিহ্যের প্রতীক। আগামীতে নতুন কমিটিতে ঘিরে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেঞ্চুগঞ্জ ভূতপূর্ব এই সংগঠনের ভালোবাসায় ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা ম্যানচেষ্টার, লুটন, বারমিংহাম সহ লন্ডনের অনেকে উপস্থিত ছিলেন।
বুধবার (৯ নভেম্বর) রাতে একটি অভিজাত রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা কালাম মতিন লুলুর সভাপতিত্বে ও কমিউনিটি নেতা হাজী হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন- সর্বজনাব এমডি আসরাফ উদ্দিন , গোলাম মস্তফা, জাহাঙ্গীর খান, মানিকুর রাহমান গনী, ছালিক মিয়া, রুখন উদ্দিন আহমেদ লিটন, রাবেল মিয়া, মিসেস রাহেনা শেখ, কাজি মহসিন, কফিল উদ্দিন, এম এ মালিক, আব্দুল নুর খসরু, এনামুল হক রেখি, কাজি জাহাঙ্গীর, আনিছুল হক চৌধুরী, বদরুল ইসলাম রাজা, এমদাদুল ইসলাম, শাহিদুল ইসলাম, আব্দুল করিম, মোঃ আযাদ আলী, আদনান চৌধুরী আহাদ, সাঈদ আহমেদ, সাঈদুল খালেদ, আব্দুর রকিব চৌধুরী, নজরুল ইসলাম, জুবের আহমেদ, রাজা মিয়া, হাফিজুর রাহমান সুমন, মুরাদ চৌধুরী, আব্দুল মালিক, এস রাহমান সুহেল, সুয়েব আহমেদ, মাজুম হাসান, আক্তার হোসেইন, আব্দুল্লাহ আল মামুন, এম ডি নজরুল ইসলাম, সহ অনেকে ।
বক্তারা বলেন, আগামীতে কিভাবে সুন্দর গ্রহনযোগ্য একটি প্রতিনিধিত্বশীল গ্রহণযোগ্য একটি কমিটি উপহার দিয়ে সংগঠনের অগ্রযাত্রা সুন্দর সফলকাম হয়ে, ফেঞ্চগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা যায় সেই লক্ষ্যে আজকের মতবিনিময় সভা।
বক্তারা আরও বলেন, প্যানেল প্রেজেন্ট করার জন্য, প্যানেলকে ভোট প্রদানের প্রস্তাব করেন। আরও প্রচার করে বড় করে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, ভোট না করে সমঝোতার মাধ্যমে কমিটি তৈরী করা, সামাজিক সংগঠনে উপস্থিতি এ কন্টিবিউশন জরুরী, পূর্ববর্তী কমিটির কার্য্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন। যে কেউ এই অগ্রযাত্রায় সহযোগিতা হাত প্রসারিত করা সহ অনেক প্রস্তাবনা আসে। সদ্য প্রয়াত সাবেক সভাপতি মুজিবুর রাহমান সহ এই সংঘঠনের প্রয়াত সকল নেতৃবন্দের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।