যুক্তরাজ্যে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশনের বিজয় দিবসের আলোচনা সভা যুক্তরাজ্যে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশনের বিজয় দিবসের আলোচনা সভা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২২|
সর্বশেষ :

যুক্তরাজ্যে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশনের বিজয় দিবসের আলোচনা সভা

প্রেস রিলিজ
  • আপডেটের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ৫১তম বিজয় দিবস উপলক্ষে গত ১৭ ই ডিসেম্বর শনিবার বিকাল ৬ টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বানী ও যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমিউনিটি নেতা, গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজনীতিবীদ হাজী মোহাম্মদ হাবীব ।

আলোচনায় অংশগ্রহণ করেন- কে এম আবুতাহের চৌধুরী, আমীর উদ্দিন আহমদ মাষ্টার, ফজলুল করিম চৌধুরী, সংগঠনের ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ, কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা আব্দুল কুদ্দুছ, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, রফিক চৌধুরী, আবুল মিয়া ও মুহাম্মদ নুরুল হক প্রমুখ ।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবীর এম এ জি ওসমানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সেক্টর কমান্ডার বীর মুক্তিযাদ্ধা জিয়াউর রহমান বীরোত্তম এবং সকল সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সমরনায়ক জেনারেল ওসমানী আজ অবহেলিত ।ইতিহাসের পাতা থেকে ওসমানীর অবদানকে কেউ মুছে ফেলতে পারবেনা । স্বাধীনতার ৫১ বছর পরও বৃটেন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের মূল্যায়ন করা হয়নি । মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি । রাজনৈতিক স্বাধীনতা হলেও আজ পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা ,মানবাধিকার ও আইনের শাসন সুনিশ্চিত করা যায়নি ।

সভায় স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানদের রুহের মাগফিরাত করে দোয়া করা হয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর