যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৮|
সর্বশেষ :

যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র যুবলীগ নেতৃবৃন্দের উদ্যোগে জন্মদিনের উৎসব উদযাপন করা হয়।

স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর প্রথম প্রহরে নিউইয়র্কের একটি বাসার সভাকক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সুনামগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ও নিউইয়র্ক মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, যুবলীগ নেতা আবু তাহের, নুরুল ইসলাম, জামাল আহমদ, শাহিন কামালী, লায়েক আহমদ, মেহেদী কাবুল, বেলাল ইসলাম, শিপু চৌধুরী, রুহেল আহমদ, টিটু দাস, শাহিন আহমদ, জমশেদ আহমদ, আলমগীর হোসেন, রিটন সরকার, মাছুম আহমদ, কাজী হাসান, শরিফুল হাসান রুবেল, সাইদুল ইসলাম ও জাকের রহমান।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান নেতা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে । সব কিছুর জন্য একটা যোগ্য নেতৃত্ব দরকার, আর বাংলাদেশের বর্তমান যত উন্নয়ন, যত অর্জন, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এখন তাঁরই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর