ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান, উত্তর কুশিয়ারা ইউনিয়নের খিলপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মুজিবুর রাহমান স্মরনে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধ্যা ৭টায় মুতিউর রাহমান দুলাল ও আব্দুল করিমের আয়োজনে Sharma Grill 72 High Road Lyton E15 2BP London অনুষ্ঠিত হয়। সভায় মুজিবুর রহমানের মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করা হয়।
দোয়া শেষে দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল কাদির। সভা পরিচালনা করেন আব্দুল করিম।
মুজিবুর রহমানের সামাজিক কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখে- বারকিং ডেগেনহামের কাউন্সিলর মেয়র ফারুক চৌধুরী, হাজী হাবীব, রাজা মিয়া, আবু সামি, মুজিবুর রাহমান, মুরাদ চৌধুরী, সুহেল আহমেদ, সুজা চৌধুরী, আব্দুল মনাফ, আব্দুল মান্নান, মুজিব ভাইয়ের ভাতিজা হাফিজুর রাহমান সুমন, ছোট ভাই হাবিবুর রাহমান, এবং উনার দুই ছেলে শাহিন ও মামুন প্রমুখ ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ফেঞ্চুগঞ্জ সমিতি ইউকে’তে কাজ করেছেন, তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। শিক্ষা নিয়ে তিনি কাজ করেছেন, তাঁর পরিবার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতেন সর্বদায়।
কেউ কেউ দু:খ করে বলেন, প্রায় তিন সপ্তাহ হয়ে গেল যে সংগটনের তিনি সভাপতি ছিলেন সেই সংগঠন কোন শোক সভা করে নাই, এমন কি আজকের দোয়া মাহফিলে কেউ উপস্থিত হননি ? তবে ইতিমধ্যে সমিতি কার্যকরী কমিটি সভা ডেকে মরহুম সভাপতির শুন্যস্থান পুর্ন করেছেন আমাদের প্রিয় ভাই সিনিয়র সহ সভাপতি শাহ ফজলুর রব সুহেল ভাইকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে। – বিজ্ঞপ্তি