ইউরোপিয়ান বাংলাদেশী ফোরামের যুগ্ম সম্পাদক ফেঞ্চুগঞ্জের হাজী হাবিব ইউরোপিয়ান বাংলাদেশী ফোরামের যুগ্ম সম্পাদক ফেঞ্চুগঞ্জের হাজী হাবিব – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৩৩|
সর্বশেষ :

ইউরোপিয়ান বাংলাদেশী ফোরামের যুগ্ম সম্পাদক ফেঞ্চুগঞ্জের হাজী হাবিব

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ইউরোপের একটি সংগঠন যার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশীদের সহায়তা করা। বাংলাদেশে গনতন্ত্র ও মানবাধিকার বিপন্ন হলে তা পুন:রুদ্ধারের জন্য সোচ্চার হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

সেই সংগঠনের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাজী মোহাম্মদ হাবিব।

কমিটির সভাপতি আহসানুল হক বুলু (ফ্রান্স), সিনিয়র সহ সভাপতি সানোয়ার আলী সিদ্দিক(বেলজিয়াম), সহ সভাপতি সিরাজুল ইসলাম মিয়া(ফ্রান্স), সহ সভাপতি মোহাম্মাদ মিজানুর রহমান (সুইজারল্যান্ড), সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম পংকি(স্পেন), যুগ্ম সাধারণ সম্পাদক হাজী হাবিব (ফ্রান্স ), যুগ্ম সাধারণ সম্পাদক, জামান সরকার(ফিনল্যান্ড), সাংগঠনিক সম্পাদক শাহ আলম খোকন (আয়ারল্যান্ড), কোষাধ্যক্ষ মানিক মিয়া (ফ্রান্স), দপ্তর সম্পাদক মুহাম্মাদ মাসুদ আহসান(স্পেন), প্রচার সম্পাদক নুরুল ইসলাম ঢালী(ফ্রান্স), সাংস্কৃতিক ও মহিলা বিষয়ক সম্পাদিকা তাহমিনা ফেরদৌসী (জার্মানী), তথ্য প্রকাশনা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক(জার্মানী), শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান (ইতালী), জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেজাউর রহমান পলাশ(অষ্ট্রিয়া)।

নির্বাহী সদস্য- চন্দন উদ্দিন চৌধুরী (গ্রীস), মিজানুর রহমান (জার্মানী), আবদুর রহিম সরকার(হল্যান্ড), বাদল ভূঁইয়া (নরওয়ে), মিজানুর রহমান (ফ্রান্স), নূর চৌধুরী জিয়া (জার্মানী), মতিন মোল্লা (হল্যান্ড), আশরাফুল ইসলাম (ইতালী), কর্নেল হক(ডেনমার্ক), শরীফ বিশ্বাস (ফিনল্যান্ড),পল্টু আহমেদ (হল্যান্ড) ও শাহ আলম মতিন(হল্যান্ড) প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর