মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি সম্পন্ন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি সম্পন্ন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:১৭|

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

আদর্শ সমাজ বিনির্মানে ধর্মীয় নেতা ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফেঞ্চগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মহসিন উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নিজাম উদ্দিন, হাফিজ মাওলানা রোমান আহমদ, মাওলানা শাহীন আহমদ, মাওলানা ওলিউর রহমান, হাফিজ আব্দুল মান্নান, মাওলানা নুরুল আমিন, মাওলানা আলী হোসেন, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সবার মতামতের ভিত্তিতে মাওলানা সৈয়দ মহসিন উদ্দীন-কে সভাপতি, মাওলানা আবুল বাশার-কে সাধারণ সম্পাদক ও মাওলানা সাদিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর