ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের আয়োজক দেশ ভারত। ২০১১ সালের পর ভারতে ফের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপের আরও একটি আসর। টুর্নামেন্টে ১০টি দল অংশ নিচ্ছে।
এক বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী বিশ্বকাপের এবারের আসরের আয়োজক হিসেবে ভারত পাবে প্রায় ২৬ হাজার কোটি টাকা।
অর্থনীতিবিদরা আশা করছেন, টিভি এবং ডিজিটাল মিলিয়ে বিশ্বকাপ থেকে এবার ১০,৫০০ কোটি থেকে ১২ হাজার কোটি টাকা আয় হতে পারে।