বেলারুশে হৃদরোগে মারা গেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার যুবক আবদুল মছব্বির রাজন(৩২)।
তিনি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামের আবদুল হাই টুনুর ছেলে।
শুক্রবার (৬ অক্টোবর) স্থানীয় দুপুর ১টায় বেলারুশের রাজধানী মিনস্কের একটি ভাড়া বাসায় রাজন মারা যান। তার মরদেহ মিনস্ক পুলিশ হেড কোয়াটার হিমঘরে রাখা হয়েছে।
তার অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য বেলারুশ কনস্যুলেটের কাছে আনুরোধ জানিয়েছে রাজনের পরিবার।