চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত তরুণ শ্রমিক অলিউর রহমান নয়ন মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বিকাশের মাধ্যমে স্বজনদের কাছে টাকা পাঠিয়েছেন। ছেলের লাশ আনতে চট্টগ্রামে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় অলিউরের বাবা আশিক আলী কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে এ কথা জানান। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে।
আশিক আলী দিনমজুর। তিনি বলেন, চার ভাই ও দুই বোনের মধ্যে নয়ন সবার বড়। কাজের সন্ধানে বছরখানেক আগে নয়ন পরিচিত এক ব্যক্তির মাধ্যমে সীতাকুণ্ডে চলে যান। পরে বিএম কনটেইনার ডিপোতে কাজ নেন। প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন। বাড়িতে পাঁচ-সাত হাজার টাকা পাঠাতেন।