সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ জিলু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩টায় ফেঞ্চুগঞ্জ বাজারের থানার রোড পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল সড়কে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিমন হাসান রিমুর পরিচালনায় আহমেদ জিলু বক্তব্যে বলেন, বিএনপি জনগনের দল, তাই জনগনের পক্ষে কথা বলেন। জনগনের ন্যায্য দাবি দিয়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে যেভাবে রাতের আধাঁরে ঘরের তালা ভেঙ্গে সাদা পোষাকে গ্রেফতার করা হয়েছে তা নজিরবিহীন। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে তাদের লুটপাটের বিরুদ্ধে জনগনের প্রতিবাদ কর্মসূচিকে থামিয়ে দিতে চায়। গ্রেফতার-নির্যাতন করে জনগনের প্রতিবাদের শ্রোত থামিয়ে রাখা যাবে না।