বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে এ মিছিল হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, শেখ মাআদুল হক, মাহমুদুল হাসান অভি, দেওয়ান ফাহিম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসিম, নাঈম আহমদ চৌধুরী, আরাফাত রহমান শাহ্, রেজাউল রহমান রেজু সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে রাতে গণভবন গেটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
