ভুয়া পরিচয় ও ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত, ফেঞ্চুগঞ্জে যুবক আটক ভুয়া পরিচয় ও ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত, ফেঞ্চুগঞ্জে যুবক আটক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:৩৮|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ভুয়া পরিচয় ও ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত, ফেঞ্চুগঞ্জে যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

রুমেল আহসান:: জরুরি সেবা নম্বর ৯৯৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল দিয়ে বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। আটককৃত যুবক মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও পশ্চিম খাস গ্রামের চুনু মিয়ার পুত্র জাকির হোসেন বাম্পার ওরফে আকাশ(২৫)।

সে নিজেকে কখনো শেখ হেলালের ভাগনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত সহকারী (পিএস) ও পুলিশের এসআই ভুয়া পরিচয় দিয়ে ভুল তথ্য দিয়েছেন।

জানা যায়, গত দু’মাস আগে ওই যুবক বাগেরহাট জেলার শরনখোলা থানার ওসি মো. ইকরাম হোসেনকে মুঠোফোনে কল দিয়ে সুন্দরবনে হরিণ শিকার করে রাস্তা খুঁজে না পেয়ে সুন্দরবনে আটকে পড়েছেন বলে জানান। এ সময় জাকির হোসেন নিজেকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পিএস বলে পরিচয় দেন। খবর পেয়ে শরণখোলা থানার ওসির নির্দেশে পুলিশ দুটি গাড়ি নিয়ে সুন্দরবনে তাকে উদ্ধার করতে যান। পরবর্তীতে ওই যুবকের মুঠোফোন বন্ধ দেখে থানার ওসি মো. ইকরাম হোসেন সংসদ সদস্য হাবিবের সঙ্গে যোগাযোগ করেন। এমপি হাবিবের সঙ্গে কথা বলে জানতে পারেন তথ্যটি ভুল ও পিএস পরিচয়দানকারী ব্যক্তিটি ভুয়া ছিল।

গত এক মাস আগে ওই যুবক বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামকে ফোন করে জানান, ‘তিনি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালের ভাগনা। বান্দরবনে দুটি হরিণ শিকার করেছেন। বাগানের লোকজন তার স্ত্রী ও বোনকে আটকে রেখে ধর্ষণ করছেন’। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কোনো সত্যতা পায়নি। শেখ হেলালের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তথ্যটি ছিল ভুল। শেখ হেলালের ভাগনা পরিচয়দানকারী ব্যক্তিটি
ছিল ভুয়া।

একইভাবে গত দু’দিন আগে জাকির হোসেন বাম্পার ঢাকা ডিবি রমনা জোনের ওসি মশিউর রহমানকে মুঠোফোন কল দিয়ে জানান, রাজনগর উপজেলার নিজগাঁও পশ্চিম খাস গ্রামে মাদকের রমরমা ব্যবসা হচ্ছে। পুলিশ নীরব, মাদক ব্যবসায়ীদের পুলিশ গ্রেফতার করছে না। এমন তথ্য পেয়ে রাজনগর ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ অভিযানে গেলে জানা যায় ওই যুবক ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন পুলিশকে।
গত মঙ্গলবার জাকির হোসেন বাম্পার ফেঞ্চুগঞ্জের এক যুবক কল দিয়ে নিজেকে থানার এসআই কামরুল হিসেবে পরিচয় দেন। এ সময় জাকির ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও জরুরি সেবা নম্বর ৯৯৯ কল করে জাকির বিভিন্ন সময় ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছেন বলে তার মুঠোফোনের কললিস্টে দেখা গেছে।

ফেঞ্চুঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন বাম্পার বিভিন্ন নাম্বার দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করে ভুয়া পরিচয় দিয়ে ভুল তথ্য প্রদান করে বিভ্রান্ত করতেন। এছাড়া যে দুটি সিম দিয়ে ফোন দিতেন, সে সিম গুলোর রেজিস্ট্রেশন অন্য এলাকার বাসিন্দাদের নামে। এছাড়াও প্রতিনিয়ত জরুরি সেবা নম্বর ৯৯৯ কল করে ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করতেন জাকির হোসেন বাম্পার। ডিবি রমনা জোন ও ফেঞ্চুগঞ্জ থানার যৌথ অভিযানে রাজনগর উপজেলার নিজগাঁও পশ্চিম খাস এলাকার একটি টিলা থেকে গত বুধবার বিকেলে তাকে (জাকিরকে) আটক করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন ফেঞ্চুগঞ্জ নিউজকে বলেন, আটককৃত যুবক জাকির হোসেন বাম্পার ওরফে আকাশ গুগলে সার্চ করে বিভিন্ন থানার ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম্বারে কল দিয়ে নিজের ভুয়া পরিচয় দিয়ে ভুল তথ্য প্রদান করে পুলিশকে বিভ্রান্ত করেছে। একাধিকবার সে জরুরি সেবা নম্বর ৯৯৯ কল দিয়ে ভুল তথ্য দিয়েছে। বাগেরহাটের সুন্দরবনে ও বান্দরবানে আটকে আছে, এমন ভুয়া তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে। ডিবি রমনা জোনের ডিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার আটককৃত যুবককে ডিবি রমনা জোনে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর