ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। ক্ষতিগ্রস্ত আটটি দোকানে ১ লাখ ২০ হাজার টাকা দিবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে গিয়ে তিনি দোকান প্রতি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১৫ হাজার টাকা করে দিবেন বলে জানান মোস্তাকিম রাজা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সহ সভাপতি ইকবাল আহমদ খান, সহ সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল।