ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমরান আহমদ তফাদার।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রুহেল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান। প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়মন, সহ সভাপতি শেখ মিজানুর রহমান স্বপন, বাবু আহমদ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রাজন।
বক্তব্য রাখেন- সেচ্ছাসেবক লীগ নেতা শেখ শফিউল আলম, চঞ্চল আহমদ, রায়হান চৌধুরী, লুৎফুর রহমান, রোকন আহমদ, রানা, কালাম, জাহাঙ্গীর ও মামুন প্রমুখ।