সিলেটের ফেঞ্চুগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী ছুফি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছরে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করে। জনগণের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুলিতে পরিণত করে হাসিনা জনরোষের মুখে ভারতে পালিয়েছে। সেখানে বসে রাষ্ট্রকে অস্থিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করে দিতে চায়। বিএনপি দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে এ সরকারের সঙ্গে আছে। কোনো অবস্থানেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রাব্বানী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফেদল, উপজেলা বিএনপি’র সহ সভাপতি রেজাউল করিম রায়হান, এনায়েত হোসেন রুহেল, রেজাউল রহমান চৌধুরী রাজু, সাদিকুর রহমান টিপু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান রুহেল, শহিদুল ইসলাম খান কয়েছ, রুহুল আমিন, সাজু আহমদ খান, আব্দুল গনি, এহসান সাহেদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী, বদরুল ইসলাম খান, তুহিন চৌধুরী, প্রচার সম্পাদক দিনার আহমেদ শাহ, জুমাদুল করিম চৌধুরী, সামাদ আলী, ডা. আজাদুর রহমান, ফখরুল ইসলাম নিশাদ, আইয়ব আলী, শেখ ওয়েছ আহমদ মিটু, সেলিম আহমদ, নজরুল ইসলাম, সজিবুর রহমান , শিমুল আহমেদ, নাসির উদ্দীন লিটন, কমল হাসান বাবর, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, যুগ্ম আহবায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক দাহিরুল করিম রানা, সাহিন আহমেদ, রুহেল চৌধুরী, রাসেদুল করিম বাবলু, কামরুল ইসলাম , রুমন আহমেদ, আহাদ মিয়া সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।