ফেঞ্চুগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষির্কী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, শীতবস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাওন ও সদস্য আলী মোহাম্মদ ইব্রাহিমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এনায়েত হোসেন রুহেল, সহ সভাপতি রেজাউল করিম রায়হান, সহ সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী রাশেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, দপ্তর সম্পাদক দিনার আহমদ শাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, শাহীন আহমদ, আলী আহমদ টিপু ও কলেজ ছাত্রদল নেতা ফাহিম জামান প্রমুখ।