ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ হাসান চৌধুরী।
রবিবার (১৯ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন তিনি। সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে রানৃনা করা খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজু আহমদ রাজা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিলাল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক বলরাম দেবনাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরীর উদ্যোগে ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।