সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে খানাখন্দে ভরা সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে খানাখন্দে ভরা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৮|

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে খানাখন্দে ভরা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
রুমেল আহসান:: সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পীর হাবিবুর রহমান চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর পর্যন্ত অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও আড়াই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত গর্ত। বেশ কিছু জায়গায় উঠে গেছে পিচ ও কার্পেট। বৃষ্টি হলেই এসব জায়গায় পানি জমে। যানবাহন অনেক সময় উল্টে প্রায় ঘটে দুর্ঘটনা। হতাহত হয় মানুষ।
সীমাহীন ভোগান্তি নিয়ে চলাচল করা এই সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা। এই দশা পীর হাবিবুর রহমান চত্বর থেকে কটালপুর রত্না সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কের।
স্থানীয় পরিবহন চালক ও যাত্রীরা জানান, সিলেট-মৌলভীবাজার সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। সিলেট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন ফেঞ্চুগঞ্জ পর্যন্ত এই সড়কের বেহাল দশা। এই সড়ক দিয়ে যানবাহন খুবই ধীরে সতর্কতার সঙ্গে চলাচল করে। এই রাস্তায় প্রতিনিয়ত খানাখন্দের সৃষ্টি হয়। কখনো কখনো মেরামতের নামে শুধু গর্ত ভরাট করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কটালপুর রত্না সেতু থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত সড়কের অবস্থা খারাপ। কোথাও কোথাও ৩-৫ ইঞ্চি পরিমাণ খানাখন্দ, বড় ফাটল দেখা যায়। সড়কের অনেক অংশে পিচ ঢালায় উঠে গেছে। পিচ ও পাথরের কুচি সরে কাঁদামাটি বের হয়ে গেছে। সড়ক জুড়ে গর্ত ও উঁচু-নিচু আঁকাবাঁকা স্থান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
অটোরিকশা চালক মছব্বির মিয়া, জলিল আহমদ ও খালিক মিয়া বলেন, এ সড়কে চলার অবস্থা নেই। খানাখন্দে ভরা সড়কে গাড়ি সতর্কতার সাথে ধীরে ধীরে চালাতে হয়। অনেক সময় রাস্তার মাঝেই গাড়ি নষ্ট হয়। প্রায় ১০ বছর ধরে রাস্তাঘাটের এই অবস্থা। গত তিন বছর আগে সড়ক মেরামত করা হলেও কয়েকটি অংশে মেরামত করা হয়।
সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, পীর হাবিবুর রহমান চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত সড়ক মেরামতের জন্য ৩৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। সেই প্রকল্পের কাজ হলে এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ থাকবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর