ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও মাইজগাঁও ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়। ওইদিন বিকাল ৪টায় মাইজগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে জনপ্রতি নগদ এক হাজার টাকা ও দুই শতাধিক পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ওইদিন বিকাল ৫টায় ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান করা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও ত্রাণ বিতরণ করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাহিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ সভাপতি সিরাজুল ইসলাম, মাইজগাঁও বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মিফতাহ, আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিলাল ভৌমিক, উপজেলা আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সহ সভাপতি আব্দুর রহমান লিমন, রাজু আহমদ, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ্ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে জনপ্রতি নগদ এক হাজার টাকা ও দুই শতাধিক পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা দিন-রাত বন্যা কবলিত মানুষের পাশে থেকেছেন। ত্রাণ নিয়ে পৌঁছে দিয়েছেন পানিবন্দী মানুষের ঘরে। মানবতার ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সকল মানুষেরা পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যার্ত মানুষের জন্য তহবিল থেকে বরাদ্দ দিয়েছেন। পুর্নবাসনের জন্য শেখ হাসিনা নিজেই বন্যা দুর্গত এলাকার খোঁজখবর সার্বক্ষণিক নিচ্ছেন।