ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ে যাওয়া হলো না নুসরাতের, নৌকাডুবিতে মৃত্যু ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ে যাওয়া হলো না নুসরাতের, নৌকাডুবিতে মৃত্যু – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:২১|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ে যাওয়া হলো না নুসরাতের, নৌকাডুবিতে মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুসরাত ফেরদৌস নিমু(১৩)। কিন্তু তার আর বিদ্যালয়ে যাওয়া হলো না। এর আগেই নৌকাডুবির ঘটনায় প্রাণ হারাল সে।

বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বুড়িকিয়ারী বিলে নৌকাডুবির ঘটনা ঘটে। মারা যাওয়া নুসরাত ফেরদৌস রিমু উপজেলার ছত্তিশ গ্রামের সেজু মিয়ার মেয়ে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার ছত্তিশ গ্রাম থেকে উপজেলা সদরের ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আসার পথে ১৪/১৫ জন ছাত্রী বহনকারী নৌকাটি বুড়িকিয়ারি বিলে ইসলামপুর গ্রামের কাছে তীরে ভিড়ার মুহুর্তে ছিদ্র দিয়ে পানি ওঠে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের উদ্ধার করে। এ সময় ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেয়ার পথে নুসরাত ফেরদৌস রিমু (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মারজানা (১৮) টিনা বেগম (১৫) নামে আরও দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. সাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের কাছে আবেদনের মাধ্যমে মারা যাওয়া ছাত্রীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর