যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির হার বাংলাদেশের তুলনায় বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ইংল্যান্ডের মানুষ এখন এক বেলা খাবার কমাতে বাধ্য হচ্ছেন।
বাংলাদেশে ভর্তুকি দিয়ে যতটা সম্ভব পণ্যমূল্য কম রাখার চেষ্টা করছেন জানিয়ে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় দেশে খাদ্যপণ্যের উৎপাদন বাড়ানোরও তাগিদ দিয়েছেন সরকারপ্রধান। বলেছেন, নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।
রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ‘৬-দফা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমরা ভর্তুকি দিয়ে দিয়ে দ্রব্যমূল্য অন্তত নিয়ন্ত্রণে যতটুকু পারি রাখছি। প্রণোদনা প্যাকেজ দিয়েছি। আমাদের রিজার্ভ যে ৪৮ বিলিয়নে তুলেছিলাম, সেই রিজার্ভের টাকা ভেঙে ভেঙে বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য, কৃষির জন্য, স্বাস্থ্যের জন্য ভর্তুকি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি। এভাবে কোনো দেশ কিন্তু করেনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইংল্যান্ডের মানুষ যারা তিন বেলা খেত, তারা এক বেলা খাবার বাদ দিয়েছে। তাদের বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহার করতে পারবা না, সীমিত আকারে ব্যবহার করো। ভোজ্যতেল এক লিটারের বেশি কেউ কিনতে পারবে না। সুপার মার্কেট থেকে নিষেধাজ্ঞা দেয়া আছে। ইউরোপের কোথাও কোথাও ১৭ শতাংশ পর্যন্ত মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য বেড়ে গেছে।’