স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্যে ১২ দিনের ব্যক্তিগত সফর শেষ করে লন্ডন থেকে সকালে দেশে ফিরেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট আজ (বুধবার) সকাল ৯টা ৫৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে দেশে এসেছেন এমপি হাবিব।
লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিমান বন্দরে হাবিবুর রহমান হাবিব এমপি’কে বিদায় জানান। ১২ দিনের ব্যক্তিগত সফরে তিনি গেল ২৭ মে লন্ডন যান।
সফরকালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্যে বসবাসরত সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) বাসিন্দারা এমপি হাবিবকে নাগরিক সংবর্ধনা দেন।