সিলেটে ঝুলন্ত সেতু ও পুরাতন কারাগারকে পার্ক করার দাবি জানিয়েছেন এমপি হাবিব সিলেটে ঝুলন্ত সেতু ও পুরাতন কারাগারকে পার্ক করার দাবি জানিয়েছেন এমপি হাবিব – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:১৭|
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভাটেরায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতা মিঠুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেঞ্চুগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে ঝুলন্ত সেতু ও পুরাতন কারাগারকে পার্ক করার দাবি জানিয়েছেন এমপি হাবিব

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

ঢাকা: সিলেট ক্বীন ব্রীজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণ ও সিলেট পুরাতন কারাগারের জায়গায় একটি পার্ক নির্মাণের জন্য সংসদে দাবি জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

মহান জাতীয় সংসদে বাজেটের উপর বক্তৃতা বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রায় ১০মিনিট বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বক্তব্যে তিনি বলেন, সিলেট ক্বীন ব্রীজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণ ও সিলেট পুরাতন কারাগারের জায়গায় একটি পার্ক নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান এমপি হাবিব।

বক্তব্যের শুরুতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আ হ ম মস্তফা এবং জাতীয় সংসদের প্রতি ধন্যবাদ জানান। এরপর তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের,জাতীয় চার নেতা এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের।

এছাড়াও তিনি স্মরণ করেন প্রাক্তন অর্থমন্ত্রী সদ্যপ্রয়াত জননেতা আবুল মাল আব্দুল মুহিতকে। এরপর তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন।

এছাড়াও সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এবং প্রবাসীদের জন্য জাতীয় পরিচয় পত্র সহজতর করায় তিনি প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান।

এরপর তিনি সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী খনন করার উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর