রাজনীতিবিদ হাজী মোহাম্মদ হাবিবের সাথে একদিন রাজনীতিবিদ হাজী মোহাম্মদ হাবিবের সাথে একদিন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:৫৮|

রাজনীতিবিদ হাজী মোহাম্মদ হাবিবের সাথে একদিন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

হাজী মোহাম্মদ হাবিব একজন দক্ষ সংগঠক ,কমিউনিটি নেতা ,রাজনীতিবীদ ও সমাজসেবী ।তিনি এ সপ্তাহেই পবিত্র হজ্ব সমাপন করে ফিরেছেন যুক্তরাজ্যে ।আজ এক অনুষ্ঠানে সাক্ষাৎ হতেই তিনি আমাকে জড়িয়ে ধরেন ।তিনি সব সময় আমাকে সম্মান করেন ও ভালবাসেন ।

এ বছর আল খিদমাহ ট্যুর এণ্ড ট্রেভেলসের একটি গ্রূপের অন্যতম নেতা হিসাবে গিয়েছিলেন হজ্বে।তিনি সৌদি আরব থেকে অনেক প্রোগ্রাম ফেইস বুকে লাইভ করেছেন ।আমরা তা দেখেছি ও দোয়ার আবেদন জানিয়েছি ।তিনি আমাকে জানালেন -পবিত্র হেরেম শরীফ সহ মক্কা মদিনায় আমার জন্য দোয়া করা হয়েছে ।মুসলিম উম্মাহ ও সকলের জন্য দোয়া করা হয়েছে ।সদ্য ফেরত হাজী হাবিব ভাইকে পেয়ে ও দেখে আমার মনটা খুশীতে ভরে ওঠে ।উনি বড় সৌভাগ্যবান -ওমরা ও হজ্ব ব্যাবসার সাথে জড়িত থাকার কারনে বার বার ওমরা ও হজ্বের সুযোগ পান ।মহান আল্লাহ তাঁর এবাদতকে কবুল করুন ।

হাজী মোহাম্মদ হাবিবের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের ।তিনি আগে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করতেন ।ফ্রান্সের সিলেট সমাজ কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক ও গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি ছিলেন ।ফ্রান্সে আমাকে দুইবার প্রধান অতিথি দাওয়াত দিয়ে বড় বড় সম্মেলন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান করেছেন ।নিজ বাসায় রেখে আদর করেছেন ।লণ্ডনের বহু নেতার খেদমত করেছেন ।এ বছর আমাদের এসপায়ার পার্টি থেকে প্রথম নির্বাচন করে ১৯০০ ভোট পেয়েছিলেন ।

হাজী মোহাম্মদ হাবিবের বাড়ি ফেন্চুগন্জে ।একজন সমাজসেবী ও রাজনীতিবীদ হিসাবে রয়েছে ব্যাপক পরিচিতি ।বর্তমানে লণ্ডনে বসবাস করছেন ।তিনি স্পষ্টবাদী লোক ।আমি হাজী হাবিব ভাইয়ের ভবিষ্যৎ উজ্বল জীবন কামনা করছি ।

 

লেখক: কালাম চৌধুরী

যুক্তরাজ্য প্রবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০২০ - ২০২৩